Tuesday, 1 November 2016

আবারও হয়তো আমি তাড়াহুড়ো করব, আবারও হয়তো আমি ভালবাসতে চাইব, তুই ভালবাসা চাইবি না, জীবনের আরও একটা অধ্যায় হয়ে পার হয়ে যাবে... তবুও ভালবাসব... স্বভাব বলতে পারিস, এমনিতেই তোকে ভাল লাগতে  শুরু করেছে , কেন ???? জানি না রে...কোন কারণ থাকে না হয়তো... ভালবাসা অত সহজ নয়.... কাউকে ভালবাসানো অত সহজ নয়...প্রেমিক হওয়া অত সহজ নয়...

 
ভালবাসতে ভাললাগে আমার...
ইচ্ছা করে আদর করতে ..।।
ইচ্ছা করে দুই জনে হাত ধরে চলতে চলতে অনেক দূরে হারিয়ে যেতে ...
 ইচ্ছা করে হালকা কুয়াশার মধ্যে তুই আর আমি...
 শান্তিনিকেতনের রাস্তা ... 
হাতে হাত... চোখে চোখ ... 
হালকা উষ্ণতার স্পর্শ...

প্রেমিক হওয়া অত সহজ না ...
কাউকে ভালবাসা অত সহজ না ...