Tuesday 1 November 2016

আবারও হয়তো আমি তাড়াহুড়ো করব, আবারও হয়তো আমি ভালবাসতে চাইব, তুই ভালবাসা চাইবি না, জীবনের আরও একটা অধ্যায় হয়ে পার হয়ে যাবে... তবুও ভালবাসব... স্বভাব বলতে পারিস, এমনিতেই তোকে ভাল লাগতে  শুরু করেছে , কেন ???? জানি না রে...কোন কারণ থাকে না হয়তো... ভালবাসা অত সহজ নয়.... কাউকে ভালবাসানো অত সহজ নয়...প্রেমিক হওয়া অত সহজ নয়...

 
ভালবাসতে ভাললাগে আমার...
ইচ্ছা করে আদর করতে ..।।
ইচ্ছা করে দুই জনে হাত ধরে চলতে চলতে অনেক দূরে হারিয়ে যেতে ...
 ইচ্ছা করে হালকা কুয়াশার মধ্যে তুই আর আমি...
 শান্তিনিকেতনের রাস্তা ... 
হাতে হাত... চোখে চোখ ... 
হালকা উষ্ণতার স্পর্শ...

প্রেমিক হওয়া অত সহজ না ...
কাউকে ভালবাসা অত সহজ না ...

Saturday 9 July 2016

আমরা জলের খুব কাছে গিয়ে বসতাম

আমরা জলের খুব
           কাছে গিয়ে বসতাম ,
ঢেউয়ের স্রোতে ভেসে যেতাম
           স্বপ্নের নৌকা বেয়ে......

আমরা,
জলের খুব কাছে গিয়ে বসতাম,

দুইজনের কলতানে,
লজ্জা পেত নদী,
আরও জোরে  ঢেউ দিত...
আরও  জোরে শব্দ করতো...

আর আমরা আরও এগিয়ে যেতাম...
অবাস্তবের দিকে......
জলের দিকে...

আমরা ,
জলের খুব কাছে গিয়ে বসতাম। 

প্রেম তোমাকেই চাই ...

|| 'প্রেম' তোমাকেই চাই ||

প্রেম মানে হল মেঘলা আকাশ,
        প্রেম মানে হল বৃষ্টি;
প্রেম মানে তো শ্যামল প্রান্তর, 
          প্রেম একি অনাসৃষ্টি ??
প্রেম মানে হল ট্রেনের কামড়া ,
         প্রেম মানে হল রাস্তা;
প্রেম মানে হল হাওড়ার ব্রিজ ,
          প্রেম যে বড়ই খাস্তা।

আমার কাছে প্রেম হবে,
         আজ সবার থেকে অন্য,
সৃষ্টিছাড়া , বাঁধনহারা ,
         অনাবিল অনন্য।
খুঁজি তারে আজ,
          দেশে দেশে ফিরি,
যদি পাই তার দেখা,
          কত দিন যায়,
কত কাল যায় ,
           শেষ হয় কত লেখা।

এতদিন পরে একদিন বুঝি,
          প্রেম যে খোঁজারই মধ্যে,
তাই লেখা হল আর
         একটি পদ্য ইতিমধ্যে।
শরীর ভিজল, মনও ভিজল ,
        প্রাণ জুড়াল তাই ,
বিদ্রোহ আর চুমুর দিব্যি ,
        'প্রেম ' তোমাকেই চাই.........।।

শুধু তোর জন্য.........

শুধু তোর জন্য............................(একটা চিঠি লেখার একটি ছোট্ট প্রয়াস)
                    তোর সাথে চিড়িয়ামোড়ের সেই দোকানটায় তন্দুরি চিকেন খাওয়ার কথা ছিল........................ তোর সাথে পাশাপাশি বসে "আসা যাওয়ার মাঝে" দেখার কথা ছিল............ তোর সাথে একদিন মায়ের ঘাটে বসে সূর্যাস্ত দেখার কথা ছিল.......................... আর,  অনেক কথা ছিল তোর সাথে... সুখের দুখের, আনন্দের , হাসির, কষ্টের, বেদনার, আর,  অনেক রকমের গান ছিল ... আর ছিল রাত ১১ টার সময়ে বাড়ির সামনের গলিটার মুখে দাড়িয়ে nonsense সব গল্প......
                    ছিল তো অনেক কিছুই... পাওয়া আর হল না ...... সব কিছু যেন কেমন হয়ে গেল ......বুকের ভিতরে যেন শূন্য হয়ে গেছে আজ কাল ..... বেঁছে আছি ... চলছি ফিরছি, সব কিছুই করছি , তবে এভাবে বেঁছে থাকাটাকে মনে হয় বেঁছে থাকা বলেনা ।
                    আসা করি ভাল আছিস। কত দিন যে দেখিনি তোকে ...... মনে হয় যে আমি তোর অনেক সময় নষ্ট করে দিচ্ছি। তোর যে আর অনেক কে সময় দিতে হয় ...... আমার জন্য কি তোর আর সেই সময় আছে???? আমিও চাই না তোর সেই কিমতি ওয়াক্ত ...
সুখে থাক, ভাল থাক,
                   তোর সাথে অনেক কিছুরই কথা ছিল ।। সেই গুলো ছিলই থেকে যাক ...
ইতি
বন্যা 

এতটাই ভালবাসি ............

                 অনেক দিন পর লিখতে ইচ্ছা করছে - আজকের দিনটার জন্য, আজকের রাতটার জন্য, আজকের সেই আধখানা চাঁদটার জন্য...... অনেক কিছু দিয়েছে সে আমায় ... সে যে কি মুগ্ধতা , প্রকৃতির দিকে তাকিয়ে, মেঘলা দিনে ঠাণ্ডা আমেজ গায়ে মেখে , সেই যে কালো কালো মেঘেদের মাঝখানে আবছা হয়ে আসা জ্যোৎস্নার রঙে স্নাত হয়ে - অতুলনীয়, ......তুলনারোহিত ...
                কতটাই বা আকাশ দেখা যায় , আমাদের ৫ তলা থেকে, আর সেই সামান্য ঘনকোনের মধ্যেই চন্দ্রিল উদ্ভাস... ওই যেন কালো মেঘগুলো চাপা হুমকি দিএ যাচ্ছে
" ও চাঁদ সামলে রাখো জোছনা কে..."
               সত্যি যেন ছাঁদের গায়ে আমার নজর লেগেছে আজ, ওই কালো মেঘ কি ওই অপরুপ কে আড়াল করতে পারে??? আজ যেন নেশা লেগেছে আমার... বৃষ্টিস্নাত বাতাস মনে হালকা কাঁপুনি ধরিয়ে দিয়ে যায়... প্রকতির বুকে লীন হয়ে যেতে ইচ্ছা করে খুব..., সকল দুখঃ কষ্ট , প্রেম - না-প্রেম, সব যেন মিছে হয়ে যায় এই অন্তহীনে ... মনে এক অসাধারণ শান্তি...... আমি বৃষ্টি ভালবাসি...।
               খুব ইচ্ছা করে, সাথে একটা কাউকে নিয়ে হারিয়ে যাই এই গহনে... তার ই সাথে আমার সকল সত্তা বিলীন করে দিয়ে ২ জনে মিলে মিশে যাই এই প্রকৃতিতেই ...
হুম... এতটাই ভালবাসি...

              কিন্তু কাকে????? সেটাই তো জানি না ... জানলে কি আর এত কষ্ট থাকতো ?