শুধু তোর জন্য............................(একটা চিঠি লেখার একটি ছোট্ট প্রয়াস)
তোর সাথে চিড়িয়ামোড়ের সেই দোকানটায় তন্দুরি চিকেন খাওয়ার কথা ছিল........................ তোর সাথে পাশাপাশি বসে "আসা যাওয়ার মাঝে" দেখার কথা ছিল............ তোর সাথে একদিন মায়ের ঘাটে বসে সূর্যাস্ত দেখার কথা ছিল.......................... আর, অনেক কথা ছিল তোর সাথে... সুখের দুখের, আনন্দের , হাসির, কষ্টের, বেদনার, আর, অনেক রকমের গান ছিল ... আর ছিল রাত ১১ টার সময়ে বাড়ির সামনের গলিটার মুখে দাড়িয়ে nonsense সব গল্প......
ছিল তো অনেক কিছুই... পাওয়া আর হল না ...... সব কিছু যেন কেমন হয়ে গেল ......বুকের ভিতরে যেন শূন্য হয়ে গেছে আজ কাল ..... বেঁছে আছি ... চলছি ফিরছি, সব কিছুই করছি , তবে এভাবে বেঁছে থাকাটাকে মনে হয় বেঁছে থাকা বলেনা ।
আসা করি ভাল আছিস। কত দিন যে দেখিনি তোকে ...... মনে হয় যে আমি তোর অনেক সময় নষ্ট করে দিচ্ছি। তোর যে আর অনেক কে সময় দিতে হয় ...... আমার জন্য কি তোর আর সেই সময় আছে???? আমিও চাই না তোর সেই কিমতি ওয়াক্ত ...
সুখে থাক, ভাল থাক,
সুখে থাক, ভাল থাক,
তোর সাথে অনেক কিছুরই কথা ছিল ।। সেই গুলো ছিলই থেকে যাক ...
ইতি
বন্যা
বন্যা
No comments:
Post a Comment