Saturday, 9 July 2016

আমরা জলের খুব কাছে গিয়ে বসতাম

আমরা জলের খুব
           কাছে গিয়ে বসতাম ,
ঢেউয়ের স্রোতে ভেসে যেতাম
           স্বপ্নের নৌকা বেয়ে......

আমরা,
জলের খুব কাছে গিয়ে বসতাম,

দুইজনের কলতানে,
লজ্জা পেত নদী,
আরও জোরে  ঢেউ দিত...
আরও  জোরে শব্দ করতো...

আর আমরা আরও এগিয়ে যেতাম...
অবাস্তবের দিকে......
জলের দিকে...

আমরা ,
জলের খুব কাছে গিয়ে বসতাম। 

No comments:

Post a Comment