Saturday, 9 July 2016

এতটাই ভালবাসি ............

                 অনেক দিন পর লিখতে ইচ্ছা করছে - আজকের দিনটার জন্য, আজকের রাতটার জন্য, আজকের সেই আধখানা চাঁদটার জন্য...... অনেক কিছু দিয়েছে সে আমায় ... সে যে কি মুগ্ধতা , প্রকৃতির দিকে তাকিয়ে, মেঘলা দিনে ঠাণ্ডা আমেজ গায়ে মেখে , সেই যে কালো কালো মেঘেদের মাঝখানে আবছা হয়ে আসা জ্যোৎস্নার রঙে স্নাত হয়ে - অতুলনীয়, ......তুলনারোহিত ...
                কতটাই বা আকাশ দেখা যায় , আমাদের ৫ তলা থেকে, আর সেই সামান্য ঘনকোনের মধ্যেই চন্দ্রিল উদ্ভাস... ওই যেন কালো মেঘগুলো চাপা হুমকি দিএ যাচ্ছে
" ও চাঁদ সামলে রাখো জোছনা কে..."
               সত্যি যেন ছাঁদের গায়ে আমার নজর লেগেছে আজ, ওই কালো মেঘ কি ওই অপরুপ কে আড়াল করতে পারে??? আজ যেন নেশা লেগেছে আমার... বৃষ্টিস্নাত বাতাস মনে হালকা কাঁপুনি ধরিয়ে দিয়ে যায়... প্রকতির বুকে লীন হয়ে যেতে ইচ্ছা করে খুব..., সকল দুখঃ কষ্ট , প্রেম - না-প্রেম, সব যেন মিছে হয়ে যায় এই অন্তহীনে ... মনে এক অসাধারণ শান্তি...... আমি বৃষ্টি ভালবাসি...।
               খুব ইচ্ছা করে, সাথে একটা কাউকে নিয়ে হারিয়ে যাই এই গহনে... তার ই সাথে আমার সকল সত্তা বিলীন করে দিয়ে ২ জনে মিলে মিশে যাই এই প্রকৃতিতেই ...
হুম... এতটাই ভালবাসি...

              কিন্তু কাকে????? সেটাই তো জানি না ... জানলে কি আর এত কষ্ট থাকতো ?

No comments:

Post a Comment