Saturday, 9 July 2016

প্রেম তোমাকেই চাই ...

|| 'প্রেম' তোমাকেই চাই ||

প্রেম মানে হল মেঘলা আকাশ,
        প্রেম মানে হল বৃষ্টি;
প্রেম মানে তো শ্যামল প্রান্তর, 
          প্রেম একি অনাসৃষ্টি ??
প্রেম মানে হল ট্রেনের কামড়া ,
         প্রেম মানে হল রাস্তা;
প্রেম মানে হল হাওড়ার ব্রিজ ,
          প্রেম যে বড়ই খাস্তা।

আমার কাছে প্রেম হবে,
         আজ সবার থেকে অন্য,
সৃষ্টিছাড়া , বাঁধনহারা ,
         অনাবিল অনন্য।
খুঁজি তারে আজ,
          দেশে দেশে ফিরি,
যদি পাই তার দেখা,
          কত দিন যায়,
কত কাল যায় ,
           শেষ হয় কত লেখা।

এতদিন পরে একদিন বুঝি,
          প্রেম যে খোঁজারই মধ্যে,
তাই লেখা হল আর
         একটি পদ্য ইতিমধ্যে।
শরীর ভিজল, মনও ভিজল ,
        প্রাণ জুড়াল তাই ,
বিদ্রোহ আর চুমুর দিব্যি ,
        'প্রেম ' তোমাকেই চাই.........।।

No comments:

Post a Comment